বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বাড়ির আঙিনায় রোপণ করা ৫০ হাজার টাকার মূল্যের একটি গাঁজার গাছসহ তিন নারীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে পৌর এলাকার বাজুবাঘা এলাকার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।
আটকৃতরা হলেন, বাঘা পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাহবাজ আলীর মা আলেয়া বেগম, বোন নাজমা খাতুন ও ছোট ভাইয়ের স্ত্রী সুমাইয়া বেগম। সোমবার বিকেলে পৌর এলাকার বাজুবাঘা মহল্লায় অভিযান চালিয়ে গাঁজার গাছসহ তাদের আটক করা হয়। উদ্ধার করা গাছটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের বাড়ির আঙিনায় লাগানো ঝঞ্চা দিয়ে ঘেরা গাঁজার গাছসহ তাদের আটক করা হয়েছে।