বাঘায় চার মাদকসেবী গ্রেফতার

আপডেট: জানুয়ারি ১৫, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘায় মাদক সেবনের অপরাধে চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
জানা যায়, শুক্রবার রাতে মাদক সেবন করা অবস্থায় আড়ানী চকসিংগা গ্রামের মৃত আয়েন উদ্দীনের ছেলে মোস্তফা (৬২), পাবনা জেলার ঈশ্বরদী থানার শাহাপুর গ্রামের মোজাহেদুল ফকিরের ছেলে জাজাল আহম্মেদ (২৬), ওয়ারেজ আলী ফকিরের ছেলে হাসান ইকবাল (২৭), মৃত জামাত আলী ফকিরের ছেলে আইনুল ইসলামকে আটক করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। শনিবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ