বাঘায় ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

আপডেট: ডিসেম্বর ১৯, ২০১৬, ১২:০৭ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘায় ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সভাপতি রকি হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা ৫টার দিকে দিঘা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, কিছুদিন আগে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক প্রভাষক মুিজবর রহমানকে মারপিট করে রকি। এ ঘটনায় বাঘা থানায় মামলা হয়। এই মামলায় তাকে গ্রেফতার করেছে পুলিশ। রকি উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা এক নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও দিঘা দাবিয়াতলা গ্রামের হোসেন আলীর ছেলে। বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।