বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় জমি নিয়ে মারামারিতে দুইজন আহত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে আবদুর সাত্তার ও আকাল আলীর মধ্যে জমি নিয়ে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ঠাকুরপাড়া গ্রামে আবদুর সাত্তার ও আকাল আলীর মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। গতকাল এর জের ধরে উভয়ের মধ্যে কাথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ে মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে মারামারি শুরু হয়। এ মারামারিতে আকালের ছেলে সুজন আলী ও সুমন আলী আহত হয়েছে। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। তবে এ ঘটনায় কোন অভিযোগ পায় নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।