শনিবার, ২৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় জরুরি ভিক্তিতে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা পরিষদের আয়োজনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ রুমি, চকরাজাপুর চেয়ারম্যান আজিজুল আযম, মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, টিএইএ সিরাজুল, উপজেলা প্রকৌশলী মাকসুদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, সহকারী কৃষি কর্মকর্তা নাজনিন সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমান, একটি বাড়ি একটি খামার কর্মকর্তা মনিুরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য আগামী শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় একটি টিম বাঘার পদ্মার চরে ফ্রি চিকিৎসা ক্যাম্প, পশুর রোগ বালাই পরীক্ষা, কৃষির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া উপজেলা পরিষদের পক্ষ থেকে কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে বলে জানা গেছে।