বাঘায় জাটকা সংরক্ষণ উপলক্ষে র‌্যালি

আপডেট: মার্চ ১২, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি



’জাটকা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’-এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর বাঘায় জাটকা সংরক্ষণ সপ্তা উপলক্ষে শতাধিক ভ্যান নিয়ে ব্যাতিক্রভাবে এক বিশাল র‌্যালি বের করা হয়েছে। পরে উপজেলার ছয় শতাধিক মৎস্য জীবীদের নিয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
গতকাল শনিবার সকালে সকাল ১১ টায় উপজেলা মৎস্য বিভাগের আয়োজনে একটি র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করা হয়। পরে নদী তীরবর্তী এলাকার কালিদাসখালি উচ্চবিদ্যালয় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ত্ব করেন উপজেলার নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন মৎস্য অধিদফতরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, জেলা মৎস্য কর্মকর্তা সুবাস চন্দ্র সাহা, উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম, বাঘা থানা উপজেলা আওয়ালীগের সাধারণ সম্পাদক শিক্ষক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি)  আলী মাহামুদ ও প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ। সভায় পদ্মা নদীতে বিচরণকৃত জাটকা ইলিশে রুপান্তরিত হওয়ার সুযোগ দানে সচেতনতা বৃদ্ধি করার আহ্বান জানানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ