বাঘায় জাতীয় পার্টির সম্মেলন ৪ ডিসেম্বর

আপডেট: ডিসেম্বর ২, ২০১৬, ১২:১৯ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলা জাতীয় পার্টির আগামী ৪ ডিসেম্বর সম্মেলনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মহিদুল ইসলাম। বাঘা পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, সাদেকুর রহমান, আবদুল মান্নান, বাবুল ইসলাম, ছানা উল্লাহ, আবদুর রশিদ, আবদুল মান্নান, ওহাবুল আলম ওহাব প্রমুখ।
আগামী ৪ ডিসেম্বর সম্মেলনে প্রধান অতিথি থাকবেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সাংসদ আবুল হোসেন। প্রধান বক্তা থাকবেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামসুদ্দিন রিন্টু। বিশেষ অতিথি থাকবেন মহানগর জাতীয় পার্টির সভাপতি সাইফুল ইসলাম স্বপন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা বরুন, প্রচার সম্পাদক আবদুল হাদি। সভাপতিত্ব করবেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মহিদুল ইসলাম।

এ বিভাগের অন্যান্য সংবাদ