সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলা জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় সাবেক সফল রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করা হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির আয়োজনে অস্থায়ী কার্যালয়ে গতকাল শনিবার সন্ধ্যায় এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সামসুদ্দিন রিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শাহ আলম বাদশা বরুন, প্রচার সম্পাদক আবদুল হাদি।
বাঘা পৌর জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক দুলাল হোসেন সাগরের পরিচালনায় বক্তব্য রাখেন বাউসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ওহাবুল আলম ওহাব, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য আবদুল মান্নান, ছানা উল্লাহ, আবদুর রশিদ, আবদুল মান্নান (গড়গড়ি) প্রমুখ।