বাঘায় জেএমবি সদস্যসহ গ্রেফতার ৭

আপডেট: আগস্ট ১, ২০১৭, ১২:৫০ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘায় জেএমবির তালিকাভূক্ত সদস্য মাহমুদ হাসান ওরফে মাহমুদ হোসেন সরদারসহ সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-বাগমারা উপজেলার রামরামা পূর্বপাড়া গ্রামের দিল মোহাম্মাদ আলীর ছেলে জেএমবি সদস্য মাহমুদ হাসান ওরফে মাহমুদ হোসেন সরদার। তাকে উপজেলার মীরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। সে ৪৬ নম্বর তালিকাভূক্ত জেএমবি সদস্য।
এছাড়া গ্রেফতারি ওয়ারেন্টভূক্ত আসামি উপজেলার পীরগাছা গ্রামের মানিকের ছেলে শারুখ হোসেন, আড়ানী চকসিংগা গ্রামের মন্টুর ছেলে অঙ্কুর হোসনে, বাজুবাঘা নতুনপাড়া গ্রামের সাগর মালিথার ছেলে হাফিজুর রহমান, আলাইপুর গ্রামের মহাসিন মন্ডলের ছেলে কামরুল ইসলামকে আটক করেছে পুলিশ।
অপর দিকে মীরগঞ্জ ভানুকর গ্রামের আমিরুল ইসলামের ছেলে রাজিব হোসেনকে ১৩০ বোতল ফেন্সিডিল ও তেঁথুলিয়া নওদাপাড়া গ্রামের রব্বেল হোসেনের ছেলে মোজাম্মেল হোসেনকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে পুলিশ।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের (গতকাল) সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।