শনিবার, ১ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘার মীরগঞ্জ সীমান্ত এলাকা থেকে গ্রেফতারকৃত জেএমবি সদস্য মাহমুদ হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। গত ৩১ জুলাই ভোররাতে বাঘা উপজেলার মীরগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে তালিকভূক্ত জেএমবি সদস্য মাহমুদ হাসান ওরফে মাহমুদ সরদারকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। গত ৬ আগস্ট দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত একের বিচারক শাহানাজ পারভিন শুনানি শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। জেএমবি সদস্য মাহমুদ হাসান ওরফে মাহমুদ সরদারের বাড়ি বাগমারা উপজেলার রামরামা পূর্বপাড়া গ্রামের দিল মোহাম্মাদের ছেলে। এছাড়া সে ৪৬ নম্বর তালিকাভুক্ত জেএমবি সদস্য।
বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হীরেন্দ্রনাথ প্রামানিক জানান, তাকে রিমান্ডে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পওয়া গেছে।