বাঘায় ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

আপডেট: ডিসেম্বর ৬, ২০১৬, ১২:১১ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি



রাজশাহীর বাঘায় ডাচ্-বাংলা ব্যাংক অনলাইন এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় বাঘা সাদিয়া এ্যান্ড সোমাইয়া ট্রেডার্সের পরিচালক আবদুল গাফফারের পরিচালনায় এই ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন করা হয়।
বাঘা বাজার কমিটির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের জোনাল ম্যানেজার ফরহাদ মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান ১ বীর মুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি, আওয়ামীলীগ নেতা মাসুদ রানা তিলু, বাজার কমিটির সাধারণ সম্পাদক কামাল হেসেন প্রমূখ।