শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সাইফ হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাত ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
পানিকুড়ার গৌরাঙ্গপুর গ্রামের সাহাদুল ইসলামের ছেলে ও কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র সাইফ হোসেন ।
সাইফ হোসেনের পিতা সাহাদুল ইসলাম বলেন, কিছুদিন আগে গায়ে জ্বর অনুভাব করছিল। ছেলেকে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইদিন চিকিৎসা দেয়া হয়। তারপর এনএসআই পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। তার অবস্থা বেগতিক দেখে শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮ টায় মারা যান। তার মা সমেনা বেগম দুই বছর আগে সড়ক দূর্গটনায় মারা গেছেন বলে জানা যায়।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আসাদুজ্জামান আশাদ জানিয়েছেন, সাইফ হোসেন নামের এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে।