বাঘায় তালিকাভুক্ত জেএমবি ক্যাডার গ্রেফতার

আপডেট: মার্চ ৩০, ২০১৭, ১২:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


গ্রেফতারকৃত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি)’র তালিকাভুক্ত সদস্য মিল্টন হাবিব (৪০) পিন্টু ওরফে ইকবাল- সোনার দেশ

রাজশাহীর বাঘায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি)’র তালিকাভুক্ত সদস্য মিল্টন হাবিব (৪০) পিন্টু ওরফে ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার আড়ানী রুস্তমপুর ভারতিপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিল্টন হাবিব পিন্টু ওরফে ইকবাল মৃত আবদুল হাকিমের ছেলে। এছাড়া মিল্টন হাবিব পিন্টু আড়ানী চকসিংগা কওমি ও এফতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, পিন্টুর বিরুদ্ধে নাশকতামূলক কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। এর আগে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে র‌্যাব-৫, রাজশাহী তাকে আটক করে। মিল্টন হাবিব পিন্টু ওরফে ইকবাল বাঘা থানার ১৫৪ নম্বর জেএমবি সদস্য।

এ বিভাগের অন্যান্য সংবাদ