বাঘায় তিন হাজার মিটার কারেন্ট জাল ও মাছ জব্দ

আপডেট: অক্টোবর ২৮, ২০১৬, ১১:৪১ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মৎস্য কর্মকর্তা বিজিবিকে সঙ্গে নিয়ে পদ্মা নদীতে বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে। জালগুলোর মূল্য প্রায় ৩০ হাজার টাকা। পরে জালগুলো উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়।
উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বলেন, ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা মাছ ধরা ও বিক্রি সরকারিভাবে নিষেধ। তারপরও সরকারি নিষেধ অমান্য করে কিছু অসাধু জেলেরা মাছ ধরছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম বলেন, পদ্মা নদীতে অভিযান জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়া এ সময় ৫ কেজি জব্দকৃত ইলিশ মাছগুলো স্থানীয় এতিমখানায় দেয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ