বাঘায় দুই পক্ষের মারামারিতে আহত ২, কেন্দ্রে পাশে ককটেল বিস্ফোরণ

আপডেট: জানুয়ারি ৭, ২০২৪, ২:১৪ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে দুই পক্ষের মারামারিতে দুইজন আহত হয়েছে। দিঘা ভোট কেন্দ্রে ২০০ গজ পশ্চিমে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটেছে।

স্থানীয়রা জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির নৌকার সমর্থকরেজাউল করিম ও মিশন সরকার বাঘা উপজেলার বাজুবাঘা ইউনিয়নের নওটিকা-আরিফপুর কেন্দ্রে আসছিলেন। এ সময় স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হানের কাঁচি প্রতীকের সমর্থদের সাথে অযথায় তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে তাদের মারপিট করা হয়।

এতে তারা উভয়ে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র চিকিৎসা দেওয়া হয়েছে। আহত রেজাউল করিম আরিফপুর দেওয়ান পাড়া গ্রামের গোলাপ হোসেনের ছেলে ও একই গ্রামের কালাম সরকারের ছেলে মিশন সরকার।

অপর দিকে বাউসা ইউনিয়নের দিঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০০ গজ পশ্চিমে একটি ককটেল বিস্ফারণের ঘটনা ঘটেছে। স্থানীয় মনিরুল ইসলাম ও হানিফ আলী বলেন, ককটেলের শব্দ শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে কিছুটা ককটেল বিস্ফোরণের চিহৃ দেখা যায়।
এ বিষয়ে বাঘা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পরিবেশ ভাল রাখার জন্য মাঠে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছেন।