বাঘায় দুটি নির্বাচনি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ড

আপডেট: জানুয়ারি ৫, ২০২৪, ৪:২৬ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


বাঘায় দুটি নির্বাচনি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত ১০:৩০ টার দিকে আড়ানীর ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পাকুড়িয়ার জোতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ঝিনা প্রাথমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী মিলন হোসেন বলেন, বিদ্যালয়ের একটি কক্ষ থেকে আরেকটি কক্ষের একটু দুরত্ব। আগুন ও ধোয়া দেখে এগিয়ে গিয়ে দেখি দাউ দাউ করে আগুন জ¦লছে। আমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণ করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুরাদ আলী বলেন, এ বিদ্যালয়ে স্থানীয় ও জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সে অনুযায়ী ৭ জানুয়ারির সংসদ নির্বাচন হবে। ভোটগ্রহণ উপলক্ষে বিদ্যালয় পরিষ্কার করে প্রস্তুত রাখা হয়েছে। রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অফিস কক্ষের ১৫টি চেয়ার, টেবিল, আলমারিসহ আসবাবপত্র পুড়ে যায়। তবে ধারণা, অফিসের পেছনের জানালার ফাঁক দিয়ে কোনো দুষ্কৃতকারী আগুন দিয়েছে। বিষয়টি থানাকে অবগত করা হয়েছে।

এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা বলেন, রাতেই ঘটনা¯লে ঝিনায় গিয়েছিলাম। এটি বিদ্যুৎ শর্টসার্কিট থেকে নাকি নাশকতা- বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। অন্যদিকে জোতনশি প্রাথমিক বিদ্যালয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এ বিষয়ে রাজশাহীর এএসপি রফিকুল ইসলাম বলেন, দুটি নির্বাচনি কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ