বাঘায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

আপডেট: জুলাই ২৬, ২০১৭, ১২:১৪ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘায় দুস্থ শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা উদ্দীপনের আয়োজনে দুস্থ শিশু ও পুনর্বাসন কার্যক্রমের, ‘সু-চলা’ প্রকল্পের আওতায় আটজন শিক্ষার্থীদের মাঝে নগদ তিন হাজার ২শ টাকা এবং শিক্ষা উপকরণ হিসেবে একটি ব্যাগ ও একটি জ্যামিতি বক্স প্রদান করা হয়।
গতকাল মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে ‘উদ্দীপন’ বাঘা শাখা আনুষ্ঠানিকভাবে এই উপবৃত্তি ও উপকরণ প্রদান করে।
উদ্দীপনের জোনাল ব্যবস্থাপক আয়ুব হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম। আঞ্চলিক ব্যবস্থাপক কেএম শহিদুল ইসলামের পরিচালনায় উপস্থিত ছিলেন শাখা ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, চিকিৎসা সহকারী, আবুল বাশার, হিসাবরক্ষক হাশেম আলী। সংস্থার পক্ষে আগামী পাঁচ বছর দুস্থদের স্বাস্থ্য সেবা, প্রত্যেককে ৪শ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ