বাঘায় দেড় কেজি গাঁজাসহ ওয়ারেন্টভুক্ত ৫ আসামি গ্রেফতার

আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘায় র‌্যাব ও পুলিশের পৃথক অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরদিকে ওয়ারেন্টভুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, উপজেলার জোতকাদিরপুর গ্রামের রমজিতের ছেলে আবদুর রহিম পচা ও গোকুলপুর গ্রামের আজের প্রামানিকের ছেলে ইকবাল হোসেনকে পাঁচ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। এছাড়া উপজেলার আড়ানীর মৃত গোকুল বিহারীর ছেলে উত্তম দাস, দিঘা পুকুরপাড়ার এসকান আলীর ছেলে সুমন আলী ও সুজনের নামে ওয়ারেন্ট থাকায় তাদের গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, গ্রেফতারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ