রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ধর্ষণের অভিযোগে জামরুল ইসলাম নামের এক যুবককে এলাকার লোকজন গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছেন। উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে গতকাল মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার এক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী (১২) গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের মালিয়ানদহ গ্রামের জামে মসজিদ থেকে কুরআন শিক্ষা গ্রহণ করে বাড়ি ফিরছিল। এই সময় মালিয়ানদহ গ্রামের বাবুল ইসলামের ছেলে জামরুল ইসলাম (৩০) তার বাড়ির সামনে পথরোধ করে আম বাগানের মধ্যে এক ঘরে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিক্ষার্থী বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে। বাড়ির লোকজন তার কাছে থেকে ঘটনাটি জানার পর জামরুল ইসলামকে এলাকার লোকজনের সহযোগিতায় ধরে গণধোলাই দিয়ে পুলিশে দেয়া হয়েছে। শিক্ষার্থীর বাবা বাদি হয়ে থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ জানান, এলাকার লোকজনের কাছে থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জামরুলকে আটক করে থানায় আনা হয়েছে। এছাড়া ওই শিক্ষার্থীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পরীক্ষার জন্য পঠানো হয়েছে।