মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪ মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় নঈম উদ্দিন টিভি কাপ ফুটবল টুনামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীর নীল ফুটবল একাদশ। তারা ফাইনালে ৮-৭ গোলে হারিয়েছে ধান শালিক ফুটবল একাদশকে।
গতকাল শুক্রবার বিকেলে ৩ টায় খোর্দ্দ বাউসা উচ্চ বিদ্যালয় মাঠে সন্ত্রাস ও মাদকমুক্ত পৌরসভা গড়ার লক্ষে ’আড়ানী আমরা নতুন প্রজন্ম’ এর আয়োজনে এবং পৌরসভার সহযোগিতায় ফাইনাল খেলায় পুরস্কার বিতরণ করেন আড়ানি পৌরসভার মেয়র মুক্তার আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম নান্টু। ’আড়ানী আমরা নতুন প্রজন্ম’ এর সভাপতি নুরুজ্জামান নাইম ও পৌর কাউন্সিলর আবদুস সালামের পরিচালনায় বক্তব্য রাখেন আড়ানী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান রফিকুল ইসলাম, আওয়ামীলীগের নেতা অধ্যক্ষ নুর মোহাম্মদ তুফান, অধ্যক্ষ সামরুল হোসেন, অধ্যাপক গোলাম পাঞ্জাতন, অ্যাড. মামুনুর রশিদ, সুলতান আহম্মেদ, জয়নাল আবেদিন, কাউন্সিলর লিটন হোসেন, আবদুল আওয়াল, মানিক হোসেন, কার্তিক চন্দ্র হালদার, মেয়র কন্যা মেঘলা আক্তার মায়া প্রমুখ। খেলার পরিচালনার দায়িত্বে ছিলেন ফজল আলী, সহকারি ছিলেন গোলাম মোস্তফা ও ওমর আলী।