বাঘায় নবগঠিত শ্রমিকলীগের পরিচিতি সভা

আপডেট: অক্টোবর ৬, ২০১৬, ১২:১৪ পূর্বাহ্ণ

01
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘা উপজেলা নবগঠিত শ্রমিকলীগের কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলা শ্রমিকলীগের আয়োজনে বাঘা শাহদৌলা ডিগ্রি কলেজের মিলনায়তনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি শাহবাজ আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি আবদুল্লাহ খাঁন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী।
উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদেক কবীর প্রমুখ। অনুষ্ঠান শেষে আগামী ১২ অক্টোবর শ্রমিকলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি ঘোষণা করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ