বুধবার, ১৮ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ৪ জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ ।
দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন নবনির্বাচিত চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় চতুর্থ ধাপে নবনির্বাচিত বাউসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বাউসা ইউনিয়ন পরিষদের হলরুমে এই অনুষ্ঠান হয়।
বাউসা ইউনিয়ন পরিষদের সচিব রফি আহম্মেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড সদস্য আব্দুল আজিজ, ২নং ওয়ার্ড সদস্য কালাম বিডি আর, ৩নং ওয়ার্ড সদস্য রেজাব উদ্দিন, ৪নং ওয়ার্ড সদস্য শাকিম আলি, ৫নং ওয়ার্ড সদস্য মহসিন আলি, ৬নং ওয়ার্ড সদস্য আখের উদ্দিন, ৭নং ওয়ার্ড সদস্য সাহেব আলি, ৮নং ওয়ার্ড সদস্য মুনতাজ আলী, ৯নং ওয়ার্ড সদস্য আব্দুর রহমান,
অনুযায়ী ১, ২ ও ৩নং সংরক্ষিত নারী ওয়ার্ড সদস্য শিরিনা খাতুন, ৪, ৫ ও ৬নং সংরক্ষিত আসনের সদস্য বেগম, ৭, ৮ ও ৯নং সংরক্ষিত আসনের সদস্য খালেদা বেগম।
গত ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্টিত হয়। জেলা প্রশাসকের কাছে থেকে ১২ ফেব্রুয়ারি নির্বাচিত চেয়ারম্যান শপত গ্রহণ করেন। ১৪ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে থেকে নির্বাচিত ইউপি সদস্যরা শপথ গ্রহণ করেন।
উল্লেখ্য, দায়িত্ব গ্রহণকারী চেয়ারম্যান ও সদস্যরা সবাই নতুন মুখ। নির্বাচনে পুরাতনদের পরাজিত করে নতুনরা বিজয়ী হয়েছেন