বাঘায় নাশকতার মামলায় পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

আপডেট: নভেম্বর ৯, ২০২৩, ১১:৩৯ পূর্বাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


রাজশাহীর বাঘায় নাশকতার মামলায় আড়ানী পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদকসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মঙ্গলবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফার করা হয়েছে।

গ্রেপ্তাকৃতরা হলো-উপজেলার আড়ানী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও গোচর গ্রামের আবদুল খালেক (৬০), মশিদপুর গ্রামের দেলোয়ার হোসেন বিদুৎ (৪২) ও আমোদপুর গ্রামের জহুরুর ইসলাম (৪৭)।

বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া তিনটি মামলায় এ পর্যন্ত ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।