বাঘায় নৌকা সমর্থকের বাসায় পেট্টোল বোমার বিস্ফোরণ

আপডেট: ডিসেম্বর ২৩, ২০২৩, ১:১৯ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি :


বাঘায় নৌকার সমর্থক আজিজুল ইসলামের বাড়িতে পেট্টোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ১২:৩০ টার দিকে নিক্ষেপিত বোমাটি বিস্ফোরিত হয় কিন্তু এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাড়ির চারটি চেয়ারের অংশ বিশেষ পুড়ে যায়।

নৌকা-সমর্থক আজিজুল ইসলাম বলেন, বাউসা ইউনিয়নের দিঘা ওয়ার্ডের নৌকার নির্বাচনী অফিসে বৃহস্পতিবার রাতে কে বা কারা অগ্নিসংযোগ করে। এ ঘটনার তিব্র প্রতিবাদ জানাই। এজন্য প্রতিহিংসামূলভাবে আমার বাড়িতে পেট্টোল বোমা নিক্ষেপ করে হত্যার চেষ্টা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে এসে পেট্টোল বোমার আলামত সংগ্রহ করেছে।

দিঘা ওয়ার্ড আ’ লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র নৌকা বিপুল ভোটে বিজয় সুনিশ্চিত হওয়ার ভাব দেখে প্রতিপক্ষ পরপর দুটি ঘটনা ঘটিয়েছে। সঠিক তদন্ত করে দোষিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বাঘা থানার ওসি আমিুল ইসলাম বলেন, আমরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেব। নৌকার অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় অভিযোগ হয়েছে। পেট্টোল বোমা বিস্ফোরণের বিষয়ে এখনো কোনো অভিযোগ হয়নি। দুটি ঘটনারই তদন্ত হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ