রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
বাঘায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়ওেলা ২২ কেজি ওজনের দুটি রুই মাছ। শনিবার (২৩ ডিসেম্বর) সকালে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসকালীতে নদীঘাট এলাকায় এ মাছ দুটি পেয়েছেন জেলে গলজ আলী ও আকসেদ আলী।
মাছের দু’টির একটির ওজন ১১ কেজি ৬ গ্রাম ও অন্যটির ওজন ১০ কেজি ৪ গ্রাম। জেলেরা ইউনিয়নের কালিদাসকালী চরের বাসিন্দা।
এ বিষয়ে গজল আলী বলেন, প্রতিদিনই নৌকা ও জাল নিয়ে মাছ ধরি।
নদীতে মাছ ধরতে গেলে কমবেশি পাওয়া যায়। তবে কোনো কোনো সময়ে এর চেয়ে বড় মাছ পাওয়া যায়।
মাছ দুটি ২৬ হাজার ৪শো টাকায় বর্তমান চেয়ারম্যান বাবলু দেওয়ান ও সাবেক চেয়ারম্যান আজিজুল আযম কিনে নিয়েছেন।