বাঘায় পল্লি সঞ্চয় গ্রহীতাদের মাছে ঋণ বিতরণ

আপডেট: জুলাই ২৮, ২০১৭, ১২:৩০ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


রাজশাহীর বাঘায় একটি বাড়ি একটি খামার প্রকল্প সমিতির সদস্যেদের মাঝে ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যালয়ে এই ঋণ বিতরণ করা হয়।
একটি বাড়ি একটি খামার প্রকল্পে সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলামের সভাপতিত্বে এবং প্রকল্প সম্বন্নয়কারী মনিরুল ইলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি। একটি বাড়ি একটি খামার প্রকল্পে ৩৪ জন সদস্যদের মাঝে পাঁচ লাখ ২০ টাকা গবাদি পশু ও ক্ষুদ্র ব্যবসার উপরে এই ঋণ বিতরণ করা হয়েছে।
অপরদিকে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মুহম্মদ শফিউর রহমান শফি বাউসা ইউনিয়নের ফতেপুর বাউসা, মাঝপাড়া বাউসা ইউনিয়নের যুবক ও ছাত্রদের নিজ অর্থায়নে খেলার সামগ্রী বিতরণ করে। এছাড়া দৈনিক সোনার দেশ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন দেখে হতদরিদ্র গোচর গ্রামের জিপিএ-৫ প্রাপ্ত কাফিকে কিছু অর্থ সহায়তা প্রদান করেন তিনি। সেইসঙ্গে তিনি খেলার মান উন্নয়নে খেলার সামগ্রী, সুপ্রিয় পানির নলকূপ, ফ্যান, বস্ত্রদি, ঘড়িসহ নগদ অর্থ দিয়ে দরিদ্রদের সহযোগিতা করে আসছেন। তিনি জেল থেকে ১৯৮৮ সালে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ