রবিবার, ২ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচজন ব্যবসায়ীর জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার আইনের বিশেষ অভিযান চালিয়ে তাদের কাছে থেকে জরিমানা আদায় করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলায় কিছু অসাধু ব্যবসায়ীরা ওজনে কম দেয়া, মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা ও অনুমোদহীন খাবার বাজারজাত করার অভিযোগে রাজশাহী জেলা ভোক্তা অধিকার আইনের উপপরিচালক অপুর্ব অধিকারী বিশেষ অভিযান পরিচালনা করেন। এই অভিযাতে বাঘা বাসস্ট্যান্ড বাজারে দ্বিজেন শাহার মুদি দোকানে মেয়াদউত্তীর্ণ খাবার রাখার দায়ে দুই হাজার টাকা, মাছের ওজন কম দেয়ার দায়ে সুজনের দোকানে ৫শ টাকা, অনুমোদন না থাকা উজ্জলের বিস্কুট ফ্যাক্টরির ৫ হাজার টাকা, মহন শাহার মুদি দোকানে মেয়াদউত্তীর্ণ খাবার রাখার দায়ে তিন হাজার টাকা, মেডিসিন কর্নারে স্যামফুল ওষুধ রাখার দায়ে দুই হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ফুড কর্মকর্তা আবদুল হানানসহ বাঘা থানার পুলিশ ফোর্স।