বাঘায় পূর্বের মামলার জের ধরে সংঘর্ষে নারীসহ আহত ৭

আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ১২:২৬ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় দুইপক্ষের সংঘর্ষে এক নারীসহ সাতজন আহত হয়েছে। গতকাল বুধবার উপজেলা বাসস্ট্যান্ড সংলগ্ন উত্তর মিলিকবাঘা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন থেকে দুইপক্ষের মধ্যে পূর্বের গুম মামলার জের চলছিল। ওই ঘটনার জের ধরে বুধবার এক নারী মারধর করা হয়। ফলে উভয়ে মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয়ে বাঁশের লাঠি, ধারালো হাসুয়া ও লোহার রড়, হাতুড়ি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই দুইপক্ষের সংঘর্ষে এক নারীসহ ৭ জন আহত হয়েছে। আহতরা হলেন, মুনসুর পক্ষের রিপন হোসেন, সেলিম আলী, আনজুরা খাতুন ও মিলন হোসেন এবং অন্যদিকে আরশাদ পক্ষের উজ্জল হোসেন, আবদুস সালাম, ইনু হোসেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে উভয়কে শান্ত করা হয়। তবে এই ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ