মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় ডিস লাইস সংক্রান্ত বিবাদের জের ধরে বিএনপি নেতা নাসির উদ্দিনকে পিটিয়ে জখম করা হয়েছে। রোববার (৩ জুলাই) সকাল ১১টায় দিঘা বাজারে এই ঘটনা ঘটেছে। নাসির উদ্দিন বাউসা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও দিঘা স্কুল অ্যান্ড কলেজের রসায়ন বিষয়ের প্রদর্শক এবং দিঘা গ্রামের বাহার উদ্দিনের ছেলে।
জানা যায়, উপজেলার দিঘা এলাকায় দীর্ঘদিন থেকে নাসির উদ্দিন ও শফিউর রহমান শফির মধ্যে ডিস লাইনের ব্যবসা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে রোববার সকাল ১১টার দিকে উভয়ের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নাসির উদ্দিনকে পিটিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে প্রথমে পুঠিয়া পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে শফিউর রহমান শফি বলেন, আমি লাল মোহাম্মদের সাথে ডিস লাইনের ১৬ ভাগের মধ্যে ৬ ভাগ অংশিদার। বাঁকি ১০ ভাগ নাসির উদ্দিনকে দায়িত্ব দিয়ে লাল মোহাম্মদ আমেরিকায় চলে গেছেন। এখন নাসির উদ্দিন সম্পূর্ণটা দাবি করেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের নিয়ে কয়েকদফা সমাধানের জন্য চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। রোববার আমার বাড়ির ডিস লাইনের সংযোগ কেটে দিতে আসেন নাসির। এ সময় তার সাথে আমার কথাকাটাকাটি হয়েছে। তবে কোনো মারপিটের ঘটনা ঘটেনি।
এ দিকে নাসির উদ্দিন বলেন, লাল মোহাম্মদ ডিস লাইনের সম্পূর্ণ কাগজ করে দিয়েছেন মর্মে আমি দেখাশুনা করছি। এরমধ্যে লাল মোহাম্মদের অনুপস্থিতিতে শফিউর রহমান শফি কিছু অংশের দাবি করে আমাকে মারপিট করেছে।
বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, মারপিটের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।