মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলার সোনাদহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন নবাবের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার (৩১ ডিসেম্বর ) বিদ্যালয় মাঠে এই বিদায় সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল ফজল মোহাম্মদ হাসান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী টির্টাস টেনিং কলেজের প্রভাষক মনোতষ মন্ডল, ঈশ্বরর্দী প্রেস ক্লাবের সাবেক সভাপতি লেখক, কবি, গায়ক এসএম রাজা, বাঘা প্রেস ক্লবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, উপজেলা শিক্ষক নেতা মোহাম্মদ আলী, বাবুল ইসলাম, রবীন্দ্রনাথ প্রামানিক, বজলুর রহমান, সাবেক প্রধান শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ। অ্যাড. মোমিনুল ইসলাম মামুনের পরিচালনায় বক্তব্য দেন বিদায়ী প্রধান শিক্ষক মকবুল হোসেন নবাব।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তারা স্মৃতিচারণ করে বলেন, একজন জ্ঞানের আলো দানকারীর বিদায় জানাতে হচ্ছে। তিনি এ বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দীর্ঘ ৩৬ বছর শিক্ষকতা করেছেন। তিনি এ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা, সাংস্কৃতি, বিনোদনের পাশাপাশি শিক্ষার পরিবেশ দিয়ে ছাত্র-ছাত্রী সমন্নত রেখেছেন। আজকে এ মহান শিক্ষকের বিদায় জানাতে গিয়ে কলিজা বির্দীন হয়ে যাচ্ছে।
এ মহান শিক্ষকের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়। পরে বিদায়ী প্রধান শিক্ষক মকবুল হোসেনকে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ফুলের শুভেচ্ছাসহ বিভিন্ন উপহার প্রদান করেন। এ সময় স্থানীয় এলাকাবাসী, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানসহ অত্র বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।