বাঘায় বাংলা ইশারা ভাষা দিবস পালিত

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১০:৫৭ অপরাহ্ণ

বাঘা প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়নের লক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার। বক্তব্য দেন, উপজেলা সমাজ সেবা অফিসার নাফিজ শরিফ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী, উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মুনসুর রহমান, বাক ও শ্রবন এবং বাঘা বুদ্ধি ও অটিস্টক প্রতিবন্ধী বিদ্যালয় প্রতিষ্ঠাটা পরিচালক সাইফুল ইসলাম, বাঘা বুদ্ধি ও অটিস্টক প্রতিবন্ধী বিদ্যালয় প্রধান শিক্ষক মাজেদুল ইসলাম, আমোদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুন্দরী খাতুন, তেঁথুলিয় বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আসলাম আলী মিলন প্রমুখ।
আলোচনাসভার আগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। এতে অংশ গ্রহন করেন প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক।

এ বিভাগের অন্যান্য সংবাদ