বাঘায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট: জানুয়ারি ১, ২০১৭, ১২:১৬ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি



রাজশাহীর বাঘায় শীতকালিন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। আয়োজিত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান-১ বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী।
গতকাল শনিবার সকালে বাঘা উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাঘা উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক মোহম্মদ আলী দেওয়ান, খানপুর জেপি উচ্চবিদ্যালয় প্রধান শিক্ষক হাবিবুর রহমান, উপজেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির যুগ্মসাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক জাফর ইকবাল প্রমুখ।