বাঘায় বাসশূন্যে টার্মিনাল : দুর্ভোগে যাত্রীরা

আপডেট: ফেব্রুয়ারি ১৯, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


চিৎকিসার কাজে রাজশাহী যাওয়ার জন্য গতকাল শনিবার দুপুর ২টায় বাঘা বাস টার্মিনালে আসেন আবদুর রাজ্জাক, বাউসার আবু তাহেরসহ কয়েকজন যাত্রী। টার্মিনালে বাস না থাকায় দুর্ভোগে পড়েন তাদের মতো শতশত যাত্রী।
সেন্টু রহমান নামের এক ওষুধ কম্পানির প্রতিনিধি রাজশাহী থেকে সকালে বাঘায় আসতে পারলেও দুপুর পরে রাজশাহী ফেরার জন্য কোন বাস পায় নি। তিনি বলেন, আওয়ামী লীগের রাজশাহী বিভাগীয় সম্মেলনে বাঘা-রাজশাহী রুটের সকল বাস ভাড়া দেয়া হয়েছে। ফলে বাঘা-রাজশাহী রুটে যাত্রীবাহী কোন বাস চলাচল করে নি। সারাদিন ফাঁকা ছিল টার্মিনিাল। যার ফলে চরম দুর্ভোগে পড়তে হয়।
বাস মালিক সমিতির বাঘা শাখার সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর সঙ্গে যোগাযোগ করলে তিনি এর সত্যতা নিশ্চিত করেন।
বাঘা বাস টার্মিনালের চেইন মাস্টার রমজিত আলী বলেন, বাঘা থেকে অর্ধশতাধিক বাস সম্মেলনে যাওয়ার কারণে টার্মিনাল থেকে কোনো বাস যাচ্ছে না। ফলে যাত্রীদের কিছুটা বিড়ম্বনার শিকার হতে হয়েছে। তবে বিকল্প হিসেবে সিএনজি চালু রয়েছে।