বাঘায় বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী গ্রেফতার

আপডেট: অক্টোবর ৩০, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের শনিবার ও রোববার বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, দক্ষিন মিলিক বাঘা গ্রামের মজিবুর রহমান, উপজেলার দিঘা নওদাপাড়া গ্রামের ইদ্রিস আলী বানু, হাবাসপুর গ্রামের রফিকুল ইসলাম, দিঘা হিন্দুপাড়া গ্রামের এনামুল হক, হরিরামপুর গ্রামেরনাজমুল হক, আহমদপুর গ্রামের হোসেন আলী, আড়াপাড়া গ্রামের নজমুল হক, কলাবাড়িয়া গ্রামের কায়েম উদ্দীন, মনিগ্রামের শামীম হোসেন।
বাঘা থানার ওসি তদন্ত সবুজ রানা বলেন, বিশেষ আইনে গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ