বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
বাঘায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকলে বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের ও শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, পৌর মেয়র, মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট ও পুলিশ, আনসার, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, ডিসপ্লে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ জুয়েল আহম্মেদ, বাঘা পৌর মেয়র আক্কাছ আলী, বাঘা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারমান মোকাদ্দেস আলী, ফাতেমা খাতুল লতা প্রমুখ।