বাঘায় বিনামূল্যে ধানের বীজ বিতরণ

আপডেট: ডিসেম্বর ২, ২০১৬, ১২:১৪ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি



রাজশাহীর বাঘায় বিনামূল্যে জিংক ও ব্রি-৬২ জাতের ধানের বীজ বিতরণ করা হয়েছে। হারভেস্ট প্লাস ও আভা ডেভলপমেন্ট সোসাইটির বাস্তবায়নে উপজেলার নওটিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই বীজ বিতরণ করা হয়।
বাজুবাঘা ইউনিয়নের আটটিকা, নওটিকা, আরিফপুর এলাকার দুই শতাধিক কৃষকদের মাঝে তিন কেজি করে বিনামূল্যে এই জিংক ও ব্রি-৬২ জাতের ধানের বীজ বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় আয়োজিত বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিনা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক নুরুজ্জামান সরকার। আভা ডেভলপমেন্ট সোসাইটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর সাইফুল ইসলাম রবি’র পরিচালনায় বক্তব্য দেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শফিউর রহমান শফি, নওটিকা-আরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দুলাল হোসেন, আভা ডেভলবমেন্ট সোসাইটির প্রোগ্রাম কোঅর্ডিনেটর আবদুর রউফ প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ