বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ, ১৯ ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বিশৃঙ্খলা সৃষ্টির অপরাধে দুইজনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে দণ্ডবিধি ২৫১ ধারায় তাদের তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
জানা যায়, উপজেলার চাকীপাড়া গ্রামের আবদুল প্রামানিকের দুই ছেলে আমান আলী (৫৩) ও নাসের আলী (৪২) দীর্ঘদিন থেকে নিজ পরিবার ও এলাকায় বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিল। এলাকার লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামিদুল ইসলাম, উপজেলা ভূমি কর্মকর্তা নাকিব হাসান তরফদার, বাঘা থানার অফিসার ইনচার্জ তদন্ত ধীরেন্দ্রনাথ প্রামানিকসহ পুলিশ নিয়ে গত শুক্রবার দুপুরে চাকীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। গতকাল শনিবার তাদের ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে তাদের তিন মাসের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।