শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি :
রাজশাহীর বাঘায় আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার আড়ানী ইউনিয়নের খোর্দ্দবাউসা মরহুম মিজানুর রহমানের আম বাগানে শতাধিক কৃষকদের নিয়ে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউসা কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম নান্টু। প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম। বক্তব্য রাখেন উপসহকারি কৃষি কর্মকর্তা রহিদুল ইসলাম, মাহামুদুল হাসান, জান্নাতুল ফেরদৌস, কৃষক নজরুল ইসলাম, মহসিন আলী প্রমুখ। #