বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় হেরোইন ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিক্তিতে নাটোর জেলার লালপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মৃত নুর মোহাম্মাদের ছেলে কামরুল হাসানকে ১০ পুরিয়া হেরোইনসহ এবং বাজু বাঘা গ্রামের মৃত আকের সরদারের ছেলে কামরুজ্জামানকে ৮ পিচ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে গত বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।