বাঘায় মাদকসেবনের অপরাধে পৌর কাউন্সিলরসহ গ্রেফতার ৩

আপডেট: জানুয়ারি ৮, ২০১৭, ১২:০৫ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


বাঘায় মাদকসেবনের অপরাধে পৌর কাউন্সিলরসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার আলাইপুর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে ফেনসিডিল সেবন করার সময়ে বাঘা থানা পুলিশ অভিযান চালিয়ে আলাইপুর থেকে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, চারঘাট পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও বাবুপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে রাজু আহম্মেদ, একই গ্রামের বাদল সরকারের ছেলে নয়ন সরকার, কাঁকড়ামারি গ্রামের সাইদুল ইসলামের ছেলে মাসুদ সরকার।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) হীরেন্দ্রনাথ বলেন, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল  শনিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ