বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
বাঘায় উপজেলার পাকুড়িয়া গ্রামের মিঠন হোসেন দীর্ঘদিন থেকে মাদকাসক্ত হয়ে পড়েছিল। কোন উপায় না পেয়ে মিঠনের স্ত্রী উজালা বেগম ও তার পরিবার গতকাল রোববার মিঠনকে পুলিশের হাতে তুলে দেন।
উজালা বেগম বলেন, আমার স্বামী দীর্ঘদিন থেকে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা সেবন করে বাড়িতে গালিগালাজ করতো। অসহ্য হয়ে অবশেষে তাকে পুলিশে হাতে তুলে দেয়া হয়েছে।
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ আলী মাহমুদ বলেন, মিঠনকে গ্রেফতার করে থানায় আনা হয়েছে।