বাঘায় মাদক সেবদের দায়ে এক যুবকের কারাদণ্ড ।। বিশেষ অভিযানে গ্রেফতার ৫

আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০১৭, ১২:১৭ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি



রাজশাহীর বাঘায় মাদকদ্রব্য সেবনের অপরাধে আবু হিরা (২৫) নামের যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এই কারাদণ্ড প্রদান করেন। সে উপজেলার উত্তর মিলিক বাঘা গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ বলেন, মাদকদ্রব্য সেবনের সময়ে আবু হিরাকে আটক করার পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হামিদুল ইসলাম তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে, গোপন সংবাদের ভিক্তিতে বাঘা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে রোববার রাতে ৩ বোতল ফেন্সিডিলসহ উপজেলার জোত জয়রাম গ্রামের আশাদুল ইসলামের ছেলে সোহেল রানা আটক করা হয় এবং নিয়মিত মামলায় আড়ানী বেড়েরবাড়ি গ্রামের আহম্মদ আলীর ছেলে সাইফুল ইসলাম, আড়ানী গোচর গ্রামের মৃত সদু প্রামানিকের ছেলে আবদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। মৃত সদু প্রামানিকের ছেলে আবদুর রহমান, বাগাতিপাড়া উপজেলার গৈয়লারঘোপ গ্রামের বজুর আলীর ছেলে হুরমত আলীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ