বাঘায় মুক্তিযোদ্ধা আবদুল আজিজ আর নেই

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০১৭, ১২:০৮ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি


সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা আবদুল আজিজ সরকার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। গত সোমবার ভোর রাতে বাঘা উপজেলার খায়েরহাট গ্রামের নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, চার ভাই, ছয় বোনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার বাবার নাম মরহুম নছিম উদ্দীন সরকার।
পারিবারিক সূত্রে জানা যায়, আবদুল আজিজ ২০১২ সালে চাকুরি থেকে অবসরগ্রহণ করেন। পরিবার নিয়ে তিনি ঢাকায় থাকেন। মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রমে অংশ নেয়ার জন্য দুইদিন আগে নিজ গ্রামে আসেন। সোমবার যাচাই-বাছাইয়ে অংশ নেয়ার আগেই তিনি মৃত্যুবরণ করেন। বিকেল ৫টায় নিজ গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ