বাঘায় মৃত্যুর দাবির চেক প্রদান

আপডেট: নভেম্বর ২, ২০২৩, ৬:৩৯ অপরাহ্ণ

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় মৃত্যুর দাবির চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় পারসাওতা বিনোদপুর উচ্চ বিদ্যালয় মাঠে ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের মৃত সদস্যের পরিবারের মাঝে এই চেক প্রদান করা করা হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের রাজশাহী শাখার ম্যানেজার জামরুল শেখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী অফিসের জিএম গোলাম রসুল। প্রধান আলোচক ছিলেন রাজশাহীর সার্ভিজ সেন্টারের ইনর্চাজ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন রাজশাহী ও বাঘা অফিসের ইনচার্জ মিলন কুমার, আবু তাহের, আবু সাইদ, মারুফ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, ১৬ জুন উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের ডেলটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেডের গ্রাহক সোহেলী শারমিন মৃত্যু বরণ করেন। তার স্বামী রোকনুজ্জামানের হাতে আনুষ্ঠানিকভাবে ৯ লক্ষ ৫৭ হাজার ১০০ টাকার চেক প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ