বাঘায় যুবলীগের মোটরসাইকেল শোডাউন

আপডেট: নভেম্বর ২, ২০২৩, ৬:৪২ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি:


রাজশাহীর বাঘায় অবরোধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবানে যুবলীগের মোটরসাইকেল শোডাউন করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল থেকে উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু, জেলা যুবলীগের সহ-সভাপতি তসিকুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক মোটর সাইকেল নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন রাস্তায় অবৈধ অবরোধ মানি না-মানবো না স্লোগান দিয়ে শোডাউন দেন।

এই শোডাউনে অংশ গ্রহণ করেন বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলম, সাধারণ সম্পাদক যুবাইদুল ইসলাম, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুল হাসান জুয়েল, সাধারণ-সম্পাদক আবদুল হাকিম টুটুলসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি-সাধারণ-সম্পাদক এবং পৌর ও ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মী।

এ বিষয়ে উপজেলা যুব লীগের সভাপতি কামরুজ্জামান নিপন বলেন, অবরোধের নামে জামায়াত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। আমরা এর প্রতিবাদে ও পরিবহন মালিকদের রাস্তায় যানবাহন চলাচলের সহযোগিতার জন্য মোটরসাইকেল শোডাউন করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ