রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টুর ৪৪ তম জন্মদিন উপলক্ষে পথচারিদের মাঝে খাবার বিতরণ করা হয়। বুধবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বাঘা বাজার এলাকায় এই খাদ্য বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও শাহিনুর রহমান পিন্টু বলেন, আমি প্রতিবছর আমার জন্ম দিনে দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করি। এ ধারাবাহিকতা বজায় রেখেছি। দীর্ঘদিন থেকে মানুষের পাশে থেকে সেবা করার চেষ্টা করি।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র আশীর্বাদে রাজনীতি করি।