বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
রাজশাহীর পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুইয়া বলেছেন, কমিউনিটি পুলিশ ফোরামের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে সভা-সেমিনার করে সমাজের সকল অপরাধ নির্মূল করা হবে। এর মাধ্যমে পর্যায়ক্রমে জনগণকে সচেতন করা হচ্ছে। সন্ত্রাস, জঙ্গি, মাদক, জুয়া, বাল্যবিয়ে, নারী ও শিশু নির্য়াতন, নিখোঁজসহ এলাকায় অপরিচিত ব্যক্তি দেখলেই পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করার আহবান জানান তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাঘা কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। উপজেলার চকরাজাপুর ইউনিয়নের আয়োজনে পলাশীফতেপুর উচ্চবিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিযুল আযমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, মনে করবেন পুলিশই জনতা, জনতাই পুলিশ। পুলিশ জনতা মিলে কাজ করলে সমাজে কোনো অপরাধ থাকবে না। আরেক বিশেষ অতিথি অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী মাহমুদ বলেন, জনগণের সহযোগিতা পেলে অপরাধ দমনে পুলিশ সক্রিয় ভূমিকা পালনে সক্ষম হবে।
শিক্ষক মুজিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক রোকুনুজ্জামান, সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য আহম্মদ আলী, বাঘা পৌর কমিউনিটি পুলিশিং কমিটির আহ্বায়ক সাংবাদিক আবদুল লতিফ মিঞা, ইউনিয়ন সদস্য আবুল হোসেন শিকদার প্রমুখ।