বাঘায় রাস্তায় বিটের নামে চাঁদাবাজির মামলার গ্রেফতার ১

আপডেট: ডিসেম্বর ১, ২০১৬, ১২:২৫ পূর্বাহ্ণ

বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় রাস্তায় বিটের নামে চাঁদাবাজির মামলার আসামি অংকুর হোসেনকে গতকাল বুধবার বিকেল ৩টার দিকে আড়ানী এলাকা থেকে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতার অংকুর আড়ানী চকসিংগা গ্রামের মোশারফ হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর উপজেলার বাউসা পীরগাছা গ্রামের মিজানুর নামে এক ব্যক্তি ট্রলি নিয়ে আখ আনতে যাওয়ার পথে তার কাছে থেকে ২০ টাকা চাঁদা চায়। এসময় তাদের ১০ টাকা দেয় মিজানুর। বাকি ১০ টাকা দিতে না  চাওয়ায়, আড়ানী পৌর এলাকার অঙ্কুর হোসেন ও পীরগাছা গ্রামের শারুক হোসেন নামের দুই ব্যক্তি বাঘা-আড়ানী সড়কের আড়ানী কওমি মাদ্রাসার কাছে তাকে মারপিট করে তার হাত ভেঙে দেয়। এ ব্যাপারে মিজানুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ করেন। ঘটনায় ১৮ নভেম্বর এলাকাবাসীর আয়োজনে উপজেলার বিভিন্ন রাস্তায় চাঁদাবাজি বন্ধসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তেঁথুলিয়া বাজারে মানববন্ধন করেন। পরে পুলিশ অভিযোগ আমলে নিয়ে মামলা হিসেবে রেকর্ড করেন। এই মামলার আসামি অংকুর হোসেনকে আড়ানী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
রাস্তায় বিটের নামে চাঁদাবাজদের হাতে বিভিন্ন সময়ে লাঞ্ছিত হয়েছেন উপজেলার পীরগাছা গ্রােেমর রানা হোসেন, নজরুল হোসেন, অমরপুর গ্রামের আরমান হোসেন, তেঁথুলিয়া গ্রামের আনসার আলী, আনোয়ার হোসেন, রয়েল হোসেন, মিদ্দিক হোসেনসহ তাদের মতো আরো অনেক মানুষ। খেটে খাওয়া এই মানুষগুলো প্রতিনিয়তই লাঞ্ছিত হচ্ছে চাঁদাবাজদের হাতে। রাস্তায় চাঁদা বন্ধের জন্য সরকারের আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষন করেন। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মাহমুদ অঙ্কুরকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ