রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
গ্রেফতারকৃত জিয়ারুল ইসলাম -সোনার দেশ
রাজশাহীর বাঘায় রিভলবারসহ জিয়ারুল ইসলাম নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫। গত সোমবার রাতে উপজেলার চাঁনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত জিয়ারুল ইসলাম (২৪) উপজেলার পলাশি ফতেপুর গ্রামের মৃত করিম মন্ডলের ছেলে। গতকাল মঙ্গলবার রাজশাহী র্যাব-৫ এর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় র্যাব-৫ এর অতিরিক্ত পুলিশ সুপার শামীম হোসেনের নের্তৃত্বে একটি অপারেশন দল গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে জিয়ারুল ইসলামের কাছে থেকে সিলভার রঙের রিভলবার উদ্ধার। এছাড়া তার কাছে থেকে একটি মোবাইল সেট এবং কার্ড জব্দ করা হয়েছে।
জিয়ারুল ইসলামের নামে অস্ত্র আইনে বাঘা থানায় মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে বলে ওসি আলী মাহমুদ জানান।