বাঘায় রোকেয়া দিবসে ৫ জন পেলেন জয়িতা পুরুস্কার

আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩, ৮:০৬ অপরাহ্ণ


বাঘা (রাজশাহী) প্রতিনিধি):


বাঘায় রোকেয়া দিবসে ৫ জনকে জয়িতা পুরুস্কার দেওয়া হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এই পুরুস্কার দেওয়া হয়েছে।

জয়িতা হিসাবে সম্পাননা ও পুরুস্কার পেয়েছেন দক্ষতা ও অর্থনৈনিতিতে উপজেলার চাঁদপুর গ্রামের নিলুফা ইয়াসমিন, শিক্ষা ও চাকুরিতে পীরগাছা গ্রামের ঝর্না বেগম, সফল জননী হিসাবে বাউসা গ্রামের রোজিনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্দোমের উপর হেলালপুর গ্রামের নাজমা খাতুন, সমাজে অসামান্য উন্নয়নের অবদানের উপর আমোদপুর গ্রামের তানিয়া হাসান।
দিবসটি উপলক্ষে আলোচনা সভার আগে একটি র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ব্রাকের সার্বিক সহায়তায় আলোচনা সভা ও জয়িতাকে পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুয়েল আহাম্মেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. লায়েব উদ্দিন লাভলু। বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আখতার, দুর্নীতি দমন কমিটির সভাপতি এনামুল হাসান ঝুন্টু, সাধারণ সম্পাদক অধ্যাপক মোবারক হোসেন, অধ্যাপিকা জান্নাতুন ফেরদৌস দিপা, শিক্ষিকা এলিজা কায়েস, বাঘা প্রেসক্লাবের সভাপতি আবদুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, শিক্ষক ফারহানা আখতার, নিলুফা ইয়াসমিন, তানিয়া হাসান নিলা, ঝর্না খাতুন. রোজিনা আখতারী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ